Logo

অর্থনীতি

যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মূল্য সংযোজনের সুযোগ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯:২১

যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মূল্য সংযোজনের সুযোগ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির পরিমাণ ক্রমেই বাড়ছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে ২৬.৬২ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৫.৩০ শতাংশ।

প্রতিযোগী দেশগুলোর অবস্থান ভিন্নধর্মী। চীনের রপ্তানি কমেছে ১৮.৩৬ শতাংশ এবং ইন্দোনেশিয়ার কমেছে ১৯.৮২ শতাংশ। অপরদিকে ভিয়েতনামের বেড়েছে ৩২.৯৬ শতাংশ, ভারতের ৩৪.১৩ শতাংশ এবং কম্বোডিয়ার ১০.৭৮ শতাংশ।

মূল্যসংক্রান্ত তথ্য বলছে, বৈশ্বিকভাবে পোশাকের গড় ইউনিট মূল্যে হ্রাস পেয়েছে ১.৭১ শতাংশ। এ সময় চীনে কমেছে ৩৩.৮০ শতাংশ এবং ভারতে ৪.৫৬ শতাংশ। তবে ভিয়েতনামে বেড়েছে ৬.৬৪ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৭.৩৮ শতাংশ এবং কম্বোডিয়ায় সর্বোচ্চ ৩৮.৩১ শতাংশ। বাংলাদেশও ইতিবাচক প্রবৃদ্ধি দেখিয়েছে, যেখানে ইউনিট মূল্য বেড়েছে ৭.৩০ শতাংশ।

২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি ইউনিট মূল্য ধরে রেখেছে। তবে ভিয়েতনাম ও ভারতের সঙ্গে তুলনা করলে বোঝা যায়, বাংলাদেশের সামনে ইউনিট মূল্য বৃদ্ধির আরও সুযোগ রয়েছে। অর্থাৎ একই পরিমাণ পোশাক রপ্তানি করেও যদি বেশি দামের বা ভ্যালু-অ্যাডেড পণ্য রপ্তানি করা যায়, তবে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

উদাহরণ হিসেবে চীন ও ভিয়েতনামের ২০২৪ সালের চিত্রটি গুরুত্বপূর্ণ। প্রায় সমান রপ্তানি মূল্য থাকা সত্ত্বেও ভিয়েতনামের রপ্তানি পরিমাণ চীনের অর্ধেকেরও কম। এর কারণ ভিয়েতনাম বেশি মূল্য সংযোজিত পণ্য রপ্তানি করছে। ভিয়েতনামের প্রতি ইউনিট দামের গড় ৩.৫৯ মার্কিন ডলার, যেখানে চীনের গড় মাত্র ১.৭৮ ডলার।

সাবেক বিজিএমইএ পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোহিউদ্দিন রুবেল বলেন, ‘বাংলাদেশও যদি ভ্যালু-অ্যাডেড পণ্যের দিকে আরও বেশি মনোযোগ দেয়, তাহলে আমাদের রপ্তানি আয় বহুগুণ বাড়ানো সম্ভব। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভ্যালু-অ্যাডিশনের কোনো বিকল্প নেই।’

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পোশাক খাত যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর