
বিদায়ী সপ্তাহে (২৮ সেপ্টেম্বর–২ অক্টোবর) সূচকের ওঠানামার মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিলিয়ে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ১৪৭ কোটি ৮০ লাখ টাকা।
শনিবার (৪ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সামান্য ০.০১ শতাংশ বেড়ে ৫,৪১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই-৩০ কমেছে ১.০১ শতাংশ। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ২৫ হাজার ৬৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১,৫১৪ কোটি টাকা বেশি। তবে ডিএসইতে লেনদেন কমে দাঁড়িয়েছে ১,৮৬০ কোটি টাকায়, আগের সপ্তাহের তুলনায় কম ১,০৫৮ কোটি টাকা।
অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ কমে ১৫,০৭৯ পয়েন্টে দাঁড়ালেও বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২০ হাজার ৪২০ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬৩৩ কোটি টাকা বেশি। তবে সিএসইতে লেনদেন কমে দাঁড়িয়েছে ৪১ কোটি ৯৯ লাখ টাকায়।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৫টি ও সিএসইতে ২৯৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
এএইচএস/এমএইচএস