চলতি বছরে ৪২ বার বাড়ল সোনার দাম, নতুন দাম কত?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২১:৩০

ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম বেড়ে নতুন করে প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই নতুন দাম ঘোষণা করেছে। নতুন দাম রোববার থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ১৯৩ টাকা বাড়ানো হয়েছে।
বাজুসের দেয়া তথ্য অনুযায়ী, নতুন নির্ধারিত দামের তালিকা হলো—
- ২২ ক্যারেট সোনা : ভরি প্রতি ১,৯৭,৫৭৬ টাকা
- ২১ ক্যারেট সোনা : ভরি প্রতি ১,৮৮,৫২৫ টাকা
- ১৮ ক্যারেট সোনা : ভরি প্রতি ১,৬১,৫৫৪ টাকা
- সনাতনী (পুরোনো) সোনা : ভরি প্রতি ১,৩৫,০৭৩ টাকা।
এ ছাড়া প্রতি ভরি রুপার দাম ২,৫৮৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুস জানিয়েছে, আগামীকাল রোববার থেকে সারা দেশে এই দাম কার্যকর হবে।
এর আগে, আজ শনিবার পর্যন্ত সোনা প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হয়েছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুস সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বৃদ্ধি করে এই দাম ঘোষণা দিয়েছিল।
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।
চলতি বছরের শুরু থেকে দেশে মোট ৬০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪২ বার দাম বৃদ্ধি পেয়েছে এবং মাত্র ১৮ বার দাম কমানো হয়েছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে দেশে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
এমএইচএস