Logo

অর্থনীতি

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৭:৩২

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকে গত সাত বছরে (২০১৭-২০২৪) চট্টগ্রাম-কেন্দ্রিক অবৈধ নিয়োগ বাতিল এবং সারাদেশ থেকে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা ব্যাংকটির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ’ ও আধিপত্যের অবসান দাবি করেন।

সমাবেশে ব্যবসায়ী শাহিন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ, দেলোয়ার হোসেন, ইমাম হোসাইন, অ্যাডভোকেট ওয়লিউল্লাহ, হাফিজুর রহমান এবং ডিএম শওকত আলী বক্তব্য দেন। এছাড়া সচেতন পেশাজীবী গ্রুপ, ইসলামী ব্যাংক সিবিএ এবং সচেতন ব্যাংকার সমাজও একই দাবিতে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৭,২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪,৫০০ জনের বেশি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। এতে দেশের অন্যান্য ৬৩ জেলার প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং ব্যাংকের সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, নিয়োগ পাওয়া অনেকে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং ব্যাংকের শৃঙ্খলা ভেঙে দিয়েছেন। তাদের ভাষ্য, ‘চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলা এই অযোগ্য কর্মচারীদের কারণে দেশের মানুষ ইসলামী ব্যাংকের প্রতি আস্থা হারাচ্ছে।’

মানববন্ধনে বক্তারা এসব অবৈধ নিয়োগ বাতিল করে যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে সারাদেশ থেকে নতুন নিয়োগের দাবি জানান।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক সম্প্রতি অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা যাচাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র মাধ্যমে মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে। গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছিল ৫,৩৮৫ জন কর্মকর্তাকে, কিন্তু তাদের মধ্যে ৪,৯৭১ জন পরীক্ষায় অংশ নেননি।

পরীক্ষায় অংশ না নেওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ বেশ কয়েকজন কর্মকর্তাকে ওএসডি করেছে এবং ৪০০ জনকে চাকরিচ্যুত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের অপারেশনাল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এএইচএস/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর