ঢাকায় ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৫৮

ঢাকা মহানগরীতে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। লটারির মাধ্যমে হওয়া সাম্প্রতিক নিয়োগ বাতিলের দাবিতে বঞ্চিত আবেদনকারীরা রোববার (৫ অক্টোবর) বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন।
প্রতিবাদ সভা রাজধানীর জুরাইনে খাদ্য অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে উত্তর ও দক্ষিণ— দুই অঞ্চলের ডজনখানেক ডিলার অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ২৯ সেপ্টেম্বর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ভবনে যে লটারি অনুষ্ঠিত হয়েছিল, তা পূর্বনির্ধারিত ও প্রভাবশালীদের ইচ্ছামতো সাজানো ছিল। অনেকে কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি না পেয়ে লটারিতে অংশগ্রহণের সুযোগই পাননি। নির্বাচিত কিছু ব্যক্তিকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ডাকা হয়, যা প্রবেশের গেটপাস হিসেবে ব্যবহার করা হয়েছে।
বঞ্চিত ডিলাররা বলেন, ওএমএস নীতিমালা ২০২৪ অনুযায়ী পূর্বের ডিলারদের বাদ দেওয়ার বিধান নেই, তবু অনেককে বৈষম্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। তারা দাবি করেন, এলাকা ভিত্তিক সব আবেদনকারীর পূর্ণ তালিকা প্রকাশ করে নতুন করে লটারির ব্যবস্থা করতে হবে। এছাড়াও ঘুষ-বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত, ন্যায়সঙ্গত নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, রেশনিং কর্মকর্তাদের সম্পদের হিসাব ও তদারকি কার্যক্রম জোরদার করা জরুরি। ওএমএস বিক্রয়ে অনিয়ম প্রতিরোধে প্রতিদিনের কার্যক্রম ভিডিও কলের মাধ্যমে কন্ট্রোল রুমে অবহিত করতে হবে এবং কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাউসার আহমেদ, তরিকুল ইসলাম সবুজ, শহীদুল হক শহীদ, অমিত হাসান, মো. বাসেত ও আলমগীর হোসেনসহ অন্যান্যরা।
বঞ্চিত ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইতোমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে তারা রাজধানীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন।
এএইচএস/এমএইচএস