সেপ্টেম্বরে রেমিট্যান্স ৩৩ হাজার কোটি টাকা ছুঁইছুই

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:০৩

প্রতীকী ছবি
বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ সেপ্টেম্বরে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সদ্যবিদায়ী মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৬৮ বিলিয়ন মার্কিন ডলার (২৬৮ কোটি ৫৮ লাখ ডলার), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংক— বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ৪৬ লাখ ডলার, আর বিদেশি ব্যাংক চ্যানেলে এসেছে ৬২ লাখ ডলার রেমিট্যান্স।
এর আগে জুলাই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার এবং আগস্টে পাঠান ২৪২ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, সেপ্টেম্বরে প্রবাসী আয় আগের দুই মাসের তুলনায় বেড়েছে।
গত অর্থবছরের (২০২৪–২৫) মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে, যা ছিল বছরের সর্বাধিক। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার— আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে দেশে এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স। প্রবাসীদের আস্থা ও সরকারি প্রণোদনা বজায় থাকলে আসন্ন মাসগুলোতেও রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে।
এএইচএস/এমএইচএস