Logo

অর্থনীতি

অক্টোবরের শুরুতে রেমিট্যান্সে এসেছে ৮৪২২ কোটি টাকা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২০:২৫

অক্টোবরের শুরুতে রেমিট্যান্সে এসেছে ৮৪২২ কোটি টাকা

ছবি : সংগৃহীত

গেল কয়েক মাসের মতো চলতি মাসেও দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬) অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশে এসেছে ৬৯২ মিলিয়ন (৬৯ কোটি ২০ লাখ) মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৮ হাজার ৪২২ কোটি টাকা।

বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর একদিনেই এসেছে ১৪১ মিলিয়ন ডলার। গত বছরের একই সময় অর্থাৎ ১–৭ অক্টোবর ২০২৪ সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৮৩ মিলিয়ন ডলার। সেই হিসেবে এ বছর প্রথম সপ্তাহে প্রবাসী আয়ে ১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

চলতি অর্থবছরের শুরু থেকে (জুলাই ২০২৫ থেকে ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত) মোট রেমিট্যান্স এসেছে ৮,২৭৮ মিলিয়ন ডলার—বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ৭ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স এসেছিল ৭,২২৫ মিলিয়ন ডলার। অর্থাৎ, বছরওয়ারি হিসেবে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের আয় দেশে পাঠাতে ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ এবং প্রণোদনা অব্যাহত থাকায় এ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। সামনের মাসগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তাদের আশা।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর