ফের সোনার দামে নতুন রেকর্ড, এবার ভরিতে বাড়ল কত?

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২১:২২

ছবি : সংগৃহীত
একদিনের ব্যবধানে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৯ হাজার ১০০ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ১ লাখ ১৭ হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৩০০ টাকা।
সোনার দামের পাশাপাশি রূপার দামও বাড়ানো রয়েছে। বুধবার প্রতি ভরি রূপার দাম বাড়িয়ে ৪ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।
এএইচএস/এএ