Logo

অর্থনীতি

এস আলমের শেয়ার জব্দসহ সচেতন ব্যবসায়ী ফোরামের ৫ দফা দাবি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৫:০৬

এস আলমের শেয়ার জব্দসহ সচেতন ব্যবসায়ী ফোরামের ৫ দফা দাবি

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোপাট ও ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযুক্ত এস আলম গ্রুপের জব্দ করা শেয়ার বিক্রি ও ৫ দফা দাবিসহ শিল্পগোষ্ঠিটির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সচেতন ব্যবসায়ী ফোরাম।

তারা বলেছে, এস আলম গ্রুপের জব্দ করা শেয়ার বিক্রি করে ব্যাংকের দেনা পরিশোধ করতে হবে। একই সঙ্গে ইসলামী ব্যাংকের মালিকানা আগের পরিচালনা পর্ষদের হাতে ফিরিয়ে দিতে হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সদস্য সচিব ও ব্যবসায়ী নেতা মো. মুস্তাফিজুর রহমান। 

এতে উপস্থিত ছিলেন হকস বে-এর চেয়ারম্যান ও বারভিডার সভাপতি আব্দুল হক, শিল্পোদ্যোক্তা আল মামুন ও ব্যবসায়ী আতাউল্লাহসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক বহুদিন দেশের প্রথম শ্রেণির ইসলামিক বাণিজ্যিক ব্যাংক ছিল। তবে গত কয়েক বছরে এক প্রভাবশালী গ্রুপ জালিয়াতির মাধ্যমে ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এবং শেয়ার দখল, অবৈধ নিয়োগ ও অর্থপাচারের মাধ্যমে ব্যাংকের সুনাম ধ্বংস করে।’

বারভিডার সভাপতি আব্দুল হক বলেন, ‘আর্থিক খাতে আর কোনো অলিগার্ক দেখতে চাই না। জব্দ করা শেয়ার বিক্রি করে দেনা পরিশোধ করতে হবে এবং মালিকানা ফিরিয়ে দিতে হবে আগের পরিচালনা পর্ষদকে।’

ব্যবসায়ী নেতা মুস্তাফিজুর রহমান বলেন, ২০১৭ সালের ৫ জানুয়ারি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে পদত্যাগে বাধ্য করে এবং ব্যাংকের বোর্ড দখল করে নেয়। এরপর নিজের অনুগতদের দিয়ে ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় তারা।

তিনি আরও অভিযোগ করেন, এস আলম গ্রুপ নামে-বেনামে ইসলামী ব্যাংক থেকে ১ লাখ কোটি টাকার বেশি অর্থ তুলে নেয়, যার ফলে ব্যাংক মারাত্মক তারল্য সংকটে পড়ে। ভালো গ্রাহক ও শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে সরে যেতে বাধ্য হয়।

মুস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যাংকে কোনো বিজ্ঞাপন বা পরীক্ষা ছাড়াই প্রায় ৮,৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে পটিয়ায় প্রায় সাড়ে ৪ হাজার ও চট্টগ্রামে সাড়ে ৭ হাজারের বেশি নিয়োগ হয়েছে। এদের অনেকে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়েছে। এতে ব্যাংক প্রতিবছর দেড় হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে।’

সচেতন ব্যবসায়ী ফোরামের পক্ষ থেকে ৫ দফা দাবি তোলা হয়

১. এস আলম গ্রুপের তত্ত্বাবধানে থাকা জব্দ ও অ্যাটাচকৃত শেয়ার দ্রুত বিক্রি করে ব্যাংকের দায় পরিশোধ করতে হবে।

২. ইসলামী ব্যাংকের মালিকানা আগের পরিচালনা পর্ষদের হাতে ফিরিয়ে দিতে হবে।

৩. অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বহিষ্কার করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মেধাবী প্রার্থীদের নিয়োগ দিতে হবে।

৪. ব্যাংকের অভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করে নিয়োগ, লেনদেন ও শেয়ার হস্তান্তরের হিসাব প্রকাশ করতে হবে।

৫. পাচারকৃত ও লোপাট করা সব অর্থ দ্রুত ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে হবে।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান যদি অনিয়মে ভরে যায়, তবে দেশের আর্থিক খাতের ওপর আস্থা হারাবে সাধারণ মানুষ। তাই দ্রুত ব্যবস্থা না নিলে এর ফলাফল ভয়াবহ হতে পারে।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর