Logo

অর্থনীতি

দরপত্র ছাড়াই ১১৫ টাকা ৫৮ পয়সা দরে ১৫ হাজার টন চিনি কিনছে সরকার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৫:৩২

দরপত্র ছাড়াই ১১৫ টাকা ৫৮ পয়সা দরে ১৫ হাজার টন চিনি কিনছে সরকার

ছবি : সংগৃহীত

দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) থেকে ১৫ হাজার মেট্রিক টন আখের সাদা চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা ৫৮ পয়সা। এ জন্য মোট ব্যয় হবে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে বিএসএফআইসি থেকে এই চিনি কেনা হবে। বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (চতুর্থ সংশোধিত)’ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ রাইস সাইলোর নির্মাণকাজের প্রথম ও চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

ওই প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৪৬ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৫৩৮ টাকা। ভেরিয়েশনের মাধ্যমে ব্যয় ৪ কোটি ২৩ লাখ ৬৮০ টাকা কমে নতুন চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪২ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৯৩০ টাকা। যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশের কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য জিএসআই গ্রুপ এলএলসি।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টেন্ডার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর