বাংলাদেশ ব্যাংক ৬ ব্যাংক থেকে ৪৬১ কোটি টাকার বেশি ডলার কিনেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৩৩

বাংলাদেশ ব্যাংক ৬টি ব্যাংক থেকে মোট ৩৮ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা। সেই হিসেবে কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৪৬১ কোটি টাকা প্রদান করেছে। এই ক্রয়টি সম্পন্ন হয়েছে ‘মাল্টিপল প্রাইস অকশন’ পদ্ধতিতে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত এই পদ্ধতিতে মোট ২ হাজার ১২৬ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং রিজার্ভে চাপ কমাতে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে এমন নীতি গ্রহণ করছে। তবে আমদানি ব্যয়, রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে আগামী মাসগুলোতে বাজারে নতুন পরিবর্তন আসতে পারে বলেও তারা মনে করছেন।
এএইচএস/এএ