১৩ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৫ হাজার ৪৯৪ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২০:৪৬
---2025-10-14T204525-68ee625ede79e.jpg)
ছবি : সংগৃহীত
বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে চলতি অর্থবছরেও ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৩ অক্টোবর ২০২৫ তারিখে একদিনেই রেমিট্যান্স এসেছে ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, যার মূল্য প্রায় ১ হাজার ৮৫৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
চলতি মাসের প্রথম ১৩ দিনে (১–১৩ অক্টোবর ২০২৫) মোট রেমিট্যান্স এসেছে ১,২৭০ মিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৪৯৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে (১–১৩ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স ছিল ১,০০০ মিলিয়ন ডলার বা ১২ হাজার ২০০ কোটি টাকা। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৬.৯ শতাংশ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই ২০২৫ থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৮,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার, যার টাকার পরিমাণ প্রায় ১ লাখ ৭ হাজার ৮৩২ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত) রেমিট্যান্স প্রবাহ ছিল ৭,৫৪৩ মিলিয়ন ডলার বা প্রায় ৯২ হাজার ২৪৬ কোটি টাকা। অর্থাৎ, এ সময়ে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৭.৪ শতাংশ।
- এএইচএস/এমআই