Logo

অর্থনীতি

আইএমএফের কাছে ঋণের জন্য আর নতি স্বীকার করবে না বাংলাদেশ : অর্থ উপদেষ্টা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:১৭

আইএমএফের কাছে ঋণের জন্য আর নতি স্বীকার করবে না বাংলাদেশ : অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে বাংলাদেশ আর নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা এখন আগের মতো খারাপ নয়, বরং ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।’

বুধবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে উপদেষ্টা জানান, বাংলাদেশের অর্থনীতি এখন ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে।

মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ড. সালেহ উদ্দিন বলেন, ‘প্রায় সব মার্কিন কোম্পানির আটকে থাকা অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। এটি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর স্পষ্ট প্রমাণ।’

ব্রিফিংয়ে বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহীর দপ্তরে অর্থ সচিবও উপস্থিত ছিলেন। তিনি জানান, রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) শক্তিশালী করতে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ‘মিগা’ ৫০ কোটি ডলার সহায়তা দেবে।

এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, কোনো বিশেষ গ্রুপকে সুবিধা দিতে নয়, বরং সেবার মান ও দক্ষতা নিশ্চিত করতেই চট্টগ্রাম বন্দরের শুল্কহার বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন আর শর্তে শর্তে ঋণ নেবে না। আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে আত্মনির্ভর অর্থনীতি গড়ার পথেই এগিয়ে যাচ্ছি।’

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইএমএফ অর্থ মন্ত্রণালয় ড. সালেহউদ্দিন আহমেদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর