Logo

অর্থনীতি

১ ও ২ টাকার কয়েন নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪২

১ ও ২ টাকার কয়েন নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক

দেশে প্রচলিত ১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন সম্পূর্ণ বৈধ এবং নগদ লেনদেনে ব্যবহারযোগ্য বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বিভিন্ন এলাকায় এসব ছোট মূল্যমানের মুদ্রা গ্রহণে অনীহা দেখা দেওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বুধবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কেউ যদি ১ বা ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অস্বীকৃতি জানায়, তবে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স-এর পরিচালক (এক্স ক্যাডার–প্রকাশনা) ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রাই বৈধ মুদ্রা। তাই এগুলো নগদ লেনদেনে ব্যবহার করতে সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।’

বাংলাদেশ ব্যাংক জাতীয় স্বার্থে গণমাধ্যমগুলোকে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের বিশেষ অনুরোধ জানিয়েছে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর