১৫ দিনে রেমিট্যান্স এল ১৭ হাজার ৫০৭ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:১৫

ছবি : সংগৃহীত
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯.০২১ বিলিয়ন (৯০২১ মিলিয়ন) মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৮ শতাংশ বেশি।
প্রতি ডলারের বিনিময়ে ১২২ টাকা ধরে হিসাব করলে, অক্টোবরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০৭ কোটি টাকা।
অন্যদিকে, অক্টোবরের প্রথমার্ধে দেশে এসেছে ১.৪৩৫ বিলিয়ন (১৪৩৫ মিলিয়ন) ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১.৩১ বিলিয়ন (১৩১০ মিলিয়ন) ডলার। এতে মাসের মাঝামাঝি পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯ দশমিক ৬ শতাংশে।
শুধু ১৫ অক্টোবর একদিনেই দেশে এসেছে ৮৪ মিলিয়ন ডলার প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৯.০২১ বিলিয়ন ডলার, যা টাকায় হিসাব করলে ১১ লাখ কোটি টাকার বেশি।
- এএইচএস/এমআই