Logo

অর্থনীতি

জীবন বীমার পেনশন স্কিমের দাবির অর্থ আয়করমুক্ত : এমডি মুহিবুজ্জামান

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২০:৫৯

জীবন বীমার পেনশন স্কিমের দাবির অর্থ আয়করমুক্ত : এমডি মুহিবুজ্জামান

ছবি : সংগৃহীত

জীবন বীমা কর্পোরেশনের (জেবিসি) নতুন পেনশন স্কিমের দাবির অর্থ আয়করমুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান। তিনি বলেন, ‘এই স্কিমের আওতায় গ্রাহক পুরো দাবির অর্থ করমুক্তভাবে উপভোগ করতে পারবেন।’

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলে জীবন বীমা কর্পোরেশনের প্রধান কার্যালয়ে ‘গ্রাহক সেবা পক্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মুহিবুজ্জামান বলেন, ‘স্বাধীনতার পর থেকে জীবন বীমা কর্পোরেশন মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সরকারি এই প্রতিষ্ঠান লাভের চেয়ে গ্রাহকসেবা ও জাতীয় কল্যাণকে অগ্রাধিকার দেয়।’

তিনি আরও বলেন, ‘দেশের ৩৫টি জীবন বীমা কোম্পানির মধ্যে জেবিসি প্রান্তিক মানুষ পর্যন্ত সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।’

নতুন পেনশন স্কিম সম্পর্কে জানানো হয়, ২০ থেকে ৬০ বছর বয়সী যে কেউ এই স্কিমে অংশ নিতে পারবেন। পলিসিধারীরা আজীবন পেনশন সুবিধা পাবেন; প্রয়োজনে নমিনিকেও এই সুবিধার আওতায় আনা যাবে। মেয়াদ শেষে গ্রাহক এককালীন বা মাসিক ভিত্তিতে পেনশন গ্রহণ করতে পারবেন। প্রিমিয়ামের অর্থ আয়কর রেয়াতযোগ্য এবং দাবির অর্থ সম্পূর্ণ করমুক্ত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল অ্যাফেয়ার্স ডিভিশন) আবু মোহাম্মদ মাঈনুদ্দিন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ খায়েরুজ্জামান।

অনুষ্ঠানে প্রিমিয়ামের মেয়াদপূর্তি শেষে গ্রাহক এস কে মো. হাসান ও শায়লা শারমিনকে চেক হস্তান্তর করা হয়।

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর