Logo

অর্থনীতি

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৩:১৮

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম

দশ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ড (রি-ইস্যু) নিলাম আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ নিলাম চলে।

বন্ডটির অভিহিত মূল্য ধরা হয়েছে ২ হাজার কোটি টাকা এবং মেয়াদ ২৩ জুলাই ২০২৫ থেকে ২৩ জুলাই ২০৩৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কুপন হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৪৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার (পিডি) হিসেবে অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোই সরাসরি নিলামে অংশ নিতে পারবে। অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব বা গ্রাহকের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে অংশ নিতে পারবে। প্রয়োজনে অনুমোদন নিয়ে ম্যানুয়াল পদ্ধতিতেও অংশগ্রহণ করা যাবে।

বর্তমানে সরকারি সিকিউরিটিজ বাজারে ২, ৫, ১০, ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে বাংলাদেশ ব্যাংক, যা দেশের অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর