ডিএসইর ফিন্যান্স অ্যান্ড একাউন্টসের নতুন জিএম বেনী আমিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৬:২৬

ছবি : সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির ফিন্যান্স অ্যান্ড একাউন্টসের নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে যোগ দিয়েছেন বেনী আমিন, এফসিসিএ, সিআইএ।
সোমবার (২১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন তিনি।
ডিএসইতে যোগদানের আগে বেনী আমিন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিনিয়র অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং ও অডিট পেশায় তার রয়েছে ১৯ বছরেরও বেশি অভিজ্ঞতা। তিনি সাধারণ ব্যাংকিং, ট্রেজারি, ট্রেড ও ক্যাশ অপারেশন, ফাইন্যান্স এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
বেনী যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টসের (এসিসিএ) ফেলো সদস্য, যুক্তরাষ্ট্রের সার্টিফাইড ইন্টারনাল অডিটর (সিআইএ ) এবং সার্টিফাইড অ্যান্টি-মানি লন্ডারিং স্পেশালিস্ট (সিএমএসসি ) হিসেবে স্বীকৃত।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে অসামান্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ভারপ্রাপ্ত কান্ট্রি হেড অব অডিট (অক্টোবর ২০২১–ফেব্রুয়ারি ২০২২) হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন অডিট সফটওয়্যার বাস্তবায়নে অসাধারণ অবদানের জন্য (এসিই এলায়েন্স– এফআইসিএ) টিমের সদস্য হিসেবে জিআইএ স্টার অ্যাওয়ার্ড-২০২১ পান বেনী আমিন। তিনি ২০১৯-২০২০ মেয়াদে গ্লোবাল ইন্টারনাল অডিট ম্যানেজমেন্ট টিমের অতিথি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়া বেনী আমিন আন্তর্জাতিক অডিট প্রকল্পে ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে কাজ করেছেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডে সিনিয়র অডিট ম্যানেজার (এভিপি) ও এইচএসবিসির (হংকং ও সাংহাই ব্যাংকিং কর্পোরেশন) ফাইন্যান্স ম্যানেজার (এভিপি) এবং ট্রেজারি অপারেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বেনী আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে বিবিএ এবং ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তার কৌশলগত দৃষ্টি, নেতৃত্বের সক্ষমতা এবং বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা ডিএসইর ফিন্যান্স বিভাগে নতুন গতি যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এএইচএস/এএ