Logo

অর্থনীতি

ডলারের দাপট বাড়ল, টাকার দরপতন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৯:৫০

ডলারের দাপট বাড়ল, টাকার দরপতন

ছবি : সংগৃহীত

টাকার বিপরীতে আবারও শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। বুধবার (২২ অক্টোবর) বিভিন্ন ব্যাংকে ডলারের বিক্রয়মূল্য সর্বোচ্চ ১২২ টাকা ৭৫ পয়সায় পৌঁছেছে, যা গত সপ্তাহে ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

ব্যাংক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আমদানি এলসি খোলার সংখ্যা বেড়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে—এ দুই কারণে বাজারে চাপ তৈরি হয়েছে, ফলে ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক বিক্রি করেছে ১২২ টাকা ৬০ পয়সায়, ক্রয় করেছে ১২১ টাকা ৬০ পয়সায়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আজ ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা ও ক্রয়মূল্য ১২১ টাকা ৭৫ পয়সা। এছাড়া ঢাকা ব্যাংকে বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৫০ পয়সা ও ক্রয়মূল্য ১২১ টাকা ১৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক বাজারে আজ ডলারের সর্বোচ্চ বিনিময় হার দাঁড়িয়েছে ১২২ টাকা ২৫ পয়সা, যা গতকাল ছিল ১২২ টাকা। গত ২০ অক্টোবর পর্যন্ত আন্তঃব্যাংক বাজারে গড় দাম ছিল ১২১ টাকা ৮০ পয়সা।

বেসরকারি ব্যাংকের একজন ট্রেজারি হেড জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক এখন তুলনামূলক বেশি দামে ডলার কিনছে। একই সঙ্গে আমদানি এলসি খোলার প্রবণতা বাড়ায় বাজারে চাহিদা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, সেপ্টেম্বর মাসে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে, যা আগস্টে ছিল ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ছয়টি ব্যাংক থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে ২ দশমিক ১২ বিলিয়ন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।

পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আমদানি ব্যয়ের চাপ কিছুটা বাড়ায় ডলারের দাম বেড়েছে, তবে এটি অস্বাভাবিক নয়। বাজারে ডলারের সরবরাহ পর্যাপ্ত রয়েছে।’

এএইচএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর