Logo

অর্থনীতি

অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি-প্রকৃতি বোঝাবে নতুন সূচক তৈরি করবে ডিসিসিআই

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৫১

অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি-প্রকৃতি বোঝাবে নতুন সূচক তৈরি করবে ডিসিসিআই

ছবি : বাংলাদেশের খবর

দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তব চিত্র উদঘাটন ও ভবিষ্যৎ নীতি নির্ধারণে সহায়ক তথ্য প্রাপ্তির লক্ষ্যে ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

শনিবার (২৫ অক্টোবর) ডিসিসিআই কার্যালয়ে ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক একটি ফোকাস গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশে ব্যবসায়িক পরিবেশ পরিমাপের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সূচক থাকলেও সেগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ও পরিবর্তনের প্রকৃত চিত্র যথাযথভাবে তুলে ধরে না। এ প্রেক্ষিতে ডিসিসিআই ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে সূচকটি রাজধানী ঢাকাকে কেন্দ্র করে প্রণয়ন করা হলেও পরবর্তীতে এটি সারাদেশে সম্প্রসারিত করা হবে।

তিনি জানান, ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশিতব্য এ সূচকের মাধ্যমে শিল্পখাতের উৎপাদন, বিক্রয়, অর্ডার প্রবাহ, রপ্তানি, কর্মসংস্থান, ব্যবসায়িক আস্থা ও বিনিয়োগ প্রবণতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সূচকে প্রাথমিকভাবে তৈরি পোশাক, টেক্সটাইল, পাইকারি ও খুচরা বাণিজ্য, আবাসন, পরিবহন ও স্টোরেজ এবং ব্যাংক খাত অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই’র ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী। তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে পরিচালিত এ গবেষণায় ৬৫৪ জন উত্তরদাতার সাক্ষাৎকার নেওয়া হয়। যার মধ্যে ৩৬৫ জন উৎপাদন ও ২৮৯ জন সেবা খাতের প্রতিনিধিত্ব করেন। ফলাফলে দেখা যায়, ঢাকা জেলার অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান ৫৬ শতাংশ এবং সেবা খাতের অবদান ৪৪ শতাংশ।

তিনি আরও বলেন, শিল্পখাতের উন্নয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা, আর্থিক খাত সুসংহতকরণ, ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ ও সুদের হার হ্রাস, আমদানি-রপ্তানি পণ্যে ভ্যাট ও রাজস্ব প্রদানের প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গুরুত্বারোপ জরুরি।

নির্ধারিত আলোচনায় অংশ নেন ডিসিসিআই’র সাবেক সভাপতি আবুল কাসেম খান ও আশরাফ আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের এনপিও মহাপরিচালক মো. নূরুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের এসএসজিপি প্রকল্পের আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ নেসার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বিনিয়োগ ও প্রযুক্তি) ড. সৈয়দ মুনতাসির মামুন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা ও ড. মো. সালিম আল মামুন, অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. দীন ইসলাম (র‌্যাপিড), ডা. মোহম্মদ জসিম উদ্দিন (বিআইএসএস), ড. সাইফ উদ্দিন আহমেদ (বিএফটিআই) ও মিয়া রহমত আলী (আইএফসি) প্রমুখ।

আবুল কাসেম খান বলেন, দেশের এসএমই খাত কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলেও এখাতের উন্নয়ন আশানুরূপ নয়। ডিসিসিআইয়ের ইনডেক্সে তুলনামূলক মূল্যায়ন বাড়ানো দরকার বলে তিনি মত দেন।

এনপিও’র মহাপরিচালক নূরুল আলম বলেন, গবেষণায় তথ্য সংগ্রহের মান উন্নয়ন করলে নীতি প্রণয়নে তা আরও কার্যকর হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ড. সৈয়দ মুনতাসির মামুন কৃষিখাতকে ভবিষ্যৎ গবেষণায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

বিএফটিআই’র প্রধান নির্বাহী ড. সাইফ উদ্দিন আহমেদ বলেন, ডিসিসিআইয়ের তথ্যসমূহ জাতীয় পর্যায়ের অন্যান্য সংস্থার তথ্যের সঙ্গে সমন্বয় করা হলে এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিসিআই’র সহসভাপতি মো. সালিম সোলায়মান ও পরিচালনা পর্ষদের সদস্যরা।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিসিসিআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর