 
					টানা আট দফা বাড়ার পর অবশেষে স্বর্ণের বাজারে দরপতন। দুই দফায় ভরিপ্রতি ৯ হাজার ৪২৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা।
সোমবার (২৭ অক্টোবর) থেকে দেশের বাজারে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।
রোববার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।
এর আগে গত ২২ অক্টোবর (বুধবার) সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছিল ৮ হাজার ৩৮৬ টাকা। এরপর আবারও সোমবার (২৭ অক্টোবর) থেকে ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
তার আগে সর্বোচ্চ দামে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকায়।
এএইচএস/এমবি


 
			 
							