Logo

অর্থনীতি

নেপালে আরও ১০৭১ টন আলু রপ্তানি

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:২৭

নেপালে আরও ১০৭১ টন আলু রপ্তানি

নেপালে আরও ১০৭১ টন আলু রপ্তানি। ছবি : বাংলাদেশের খবর

চতুর্দশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে নেপালে রেকর্ড হারে আলু রপ্তানি অব্যাহত রয়েছে। রোববার (২৬ অক্টোবর) বন্দরটি দিয়ে ৫১টি ট্রাকে ১ হাজার ৭১ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। এর মাধ্যমে চলতি মৌসুমে বাংলাবান্ধা বন্দর দিয়ে আলু রপ্তানিতে নতুন গতি এসেছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, রপ্তানিকৃত আলুগুলোর মধ্যে এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু রয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনে সর্বাধিক ৭৫ ট্রাকে ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল, যা চলতি মৌসুমের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া গত শনিবার (২৫ অক্টোবর) ৩৯৯ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে রোববার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩৫ হাজার ৬৭৯ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বলেন, নেপালে নিয়মিত আলু রপ্তানি হচ্ছে। পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আলু সংগ্রহ করে বাছাইয়ের মাধ্যমে স্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তা নেপালে পাঠাচ্ছে। নেপালের বাজারে বাংলাদেশের আলুর চাহিদা দিন দিন বাড়ছে। যার ফলে রপ্তানির পরিমাণও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

এসকে দোয়েল/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্থলবন্দর আমদানি-রপ্তানি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর