Logo

অর্থনীতি

আল-আরাফাহ ব্যাংকের এমডিকে অপসারণে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৬

আল-আরাফাহ ব্যাংকের এমডিকে অপসারণে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণে অনাপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২৭ অক্টোবর) ব্যাংকটির পরিচালনা পর্ষদকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এমডিকে অপসারণে বাংলাদেশ ব্যাংক অনাপত্তি দিয়েছে।’

ব্যাংক-সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরমান আর চৌধুরীর বিরুদ্ধে খেলাপি ঋণের তথ্য গোপন, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহারসহ একাধিক অভিযোগ ওঠে। এসব কারণে গত এপ্রিল থেকেই তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন।

একই সময়ে ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নাদিম, আইটি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভূঁইয়া এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকেও ছুটিতে পাঠানো হয়। তবে অন্য তিনজন এখনও ছুটিতে রয়েছেন।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক গত বছরের ৫ আগস্টের পর যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছিল, তাদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের ভাই আবদুস সামাদ লাবু।

এমডির বিরুদ্ধে তদন্তে নতুন পরিচালনা পর্ষদ জানায়, ফরমান আর চৌধুরী খেলাপি ঋণের তথ্য গোপন করে নিরাপত্তা সঞ্চিতি ছাড়াই মুনাফা দেখিয়েছেন, নিয়োগে অনিয়ম করেছেন এবং বেতনের বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন— এমন অভিযোগও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল-আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর