সোনারগাঁও হোটেল শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুই প্যানেলের প্রার্থী ঘোষণা
 
						বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৯:০৪
-690210d61c42d.png) 
					অষ্টাদশ ‘সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’ নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ‘দুলাল–আলম’ এবং ‘আজম–সাইফুল’ প্যানেলের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
‘দুলাল–আলম’ প্যানেলে সভাপতি পদে দুলাল চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক পদে লড়বেন মো. শাহ আলম। ‘আজম–সাইফুল’ প্যানেলের সভাপতি প্রার্থী মো. আজম খান এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাইফুল ইসলাম।

দুটি প্যানেলেই অভিজ্ঞ শ্রমিক নেতা ও দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের দেখা গেছে। সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৯টি পদে দুই প্যানেলই পূর্ণাঙ্গ প্রার্থী দিয়েছে।

আগামী ৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৪ অক্টোবর সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠিত হয়।
জিএম/এইচকে


 
			