ইলেকট্রিক্যাল ফিটিংসের চাহিদা কমেছে ৫০%
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৮:০৪
দেশের আবাসন খাতে চলমান মন্দার প্রভাবে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ফিটিংসের চাহিদা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, এই পরিস্থিতি স্থানীয়ভাবে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ উৎপাদন শিল্পে বড় ধরনের ধাক্কা লেগেছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় পাঁচ লাখ মানুষের জীবন-জীবিকা।
শিল্পসংশ্লিষ্টরা বলছেন, আবাসন বাজারের এই সংকোচন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্যের খাতকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। অথচ এই খাতটি সফলভাবে আমদানি-নির্ভরতা থেকে বেরিয়ে এসে স্থানীয় উৎপাদনের ওপর নির্ভরশীল হয়ে উঠেছিল। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক মাহবুব হাসান সরকার বলেন, আমাদের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের বাজার মূলত আবাসন খাতের ওপর নির্ভরশীল। আগে ব্যবসা ভালো ছিল, কিন্তু গত এক বছরে বিক্রি অর্ধেকেরও বেশি কমে গেছে। ঢাকার পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, ফ্যান, লাইট, সুইচ, ওয়্যারিং, সকেট, হোল্ডার, মাল্টি-প্লাগ, সার্কিট ব্রেকার, মিটার ও অন্যান্য ফিটিংসের বিক্রি অনেক কমে গেছে।
কাপ্তান বাজারের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী জানায়, তাদের সাপ্তাহিক বিক্রি ২০ লাখ টাকা থেকে কমে অর্ধেকে নেমে এসেছে। ডেভেলপার ও ঠিকাদারদের আনাগোনাও এখন আর আগের মতো নেই। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারাও ব্যবসায় এমন মন্দা নিয়ে একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন।
মার্কেটিং ওয়াচ বাংলাদেশের প্রাক্কলন অনুসারে, ২০২৪ সালে দেশে ইলেকট্রিক্যাল সরঞ্জাম ও আলোকসজ্জা পণ্যের সম্মিলিত বাজারের আকার প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। এর মধ্যে সুইচ, সকেট, হোল্ডার ও প্লাগের মতো ইলেকট্রিক্যাল সরঞ্জামের বাজার ৩ হাজার ৫৭৫ কোটি টাকার। আর এলইডি ও ইমার্জেন্সি লাইটসহ আলোকসজ্জা পণ্যের বাজার ২ হাজার ৯২৫ কোটি টাকার। এই খাতে দেশব্যাপী ১ লাখ ৫০ হাজার খুচরা বিক্রেতা ও ২ হাজার ৫০০ উদ্যোক্তাসহ মোট ৫ লাখের বেশি মানুষ কর্মরত।
ইলেকট্রিক্যাল সরঞ্জাম খাতে সুপারস্টার (২৯ শতাংশ বাজার হিস্যা), ওয়ালটন (১৭ শতাংশ) ও ক্লিক (১৭ শতাংশ) প্রধান প্রতিষ্ঠান। ব্র্যান্ডেড আলোকসজ্জা পণ্যের বাজারে ২৫.৫৯ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে সুপারস্টার। এরপরেই আছে ক্লিক (১৩ শতাংশ) ও ওয়ালটন (১২ শতাংশ)।
পণ্যের বৈচিত্র্য বড় প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দিচ্ছে
পুরো শিল্পজুড়ে মন্দা সত্ত্বেও কিছু বড় কোম্পানি পণ্যের বৈচিত্র্যায়নের মাধ্যমে তাদের স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সব ধরনের পণ্যের দামই কিছুটা বেড়েছে।
ওয়ালটন ক্যাবলের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ বাজারের খারাপ পরিস্থিতি তুলে ধরে বলেন, ২০২০ সালের আগে খাতটির বার্ষিক প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশের বেশি। গত বছরের তুলনায় পুরো খাতের বিক্রি ২০-২৫ শতাংশ কমেছে। তবে পণ্যের বহুমুখীকরণ এবং ক্রমাগত উদ্ভাবন নতুন গ্রাহক আকর্ষণে সহায়তা করেছে।
একইভাবে বিআরবি ক্যাবলের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) রফিকুল আলম রনি জানান, তাদের ব্যবসা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। আবাসন খাতের মন্দা তাদের খুব বেশি প্রভাবিত করেনি।
বিকেপি/এমএইচএস

