ভবিষ্যতে কর ব্যবস্থায় দুর্নীতি থাকবে না : কায়কোবাদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১৮:২৪
					ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী অনলাইন রিটার্ন দাখিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ। তিনি বলেন, ‘বাংলাদেশে অনলাইন কর ব্যবস্থা এখন উন্নত প্রযুক্তির আওতায় এসেছে। এর ফলে ভবিষ্যতে কর ব্যবস্থায় দুর্নীতি থাকবে না। এখন করদাতারা ঘরে বসেই কর প্রদান করতে পারবেন।’
-6906154b3e049.jpg)
কর্মশালার উদ্বোধক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. শহিদুল জাহিদ।
অ্যাডভোকেট হুসাইন আব্দুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, অতিরিক্ত কর কমিশনার মো. হাফিজ আল আসাদ, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আমিরুল করিম মুন্সী এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমদ।
আয়োজকরা জানিয়েছেন, কর বিষয়ক দক্ষতা অর্জন এবং অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজভাবে আয়ত্ত করতে আগ্রহী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ছিল।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালার ইভেন্ট পার্টনার ছিল সোনালি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
এআরএস

