Logo

অর্থনীতি

আকিজ রিসোর্সের উদ্যোগে ‘মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি’ গঠনের আবেদন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ২০:৫৬

আকিজ রিসোর্সের উদ্যোগে ‘মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি’ গঠনের আবেদন

ছবি : সংগৃহীত

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আবেদনের শেষ দিনে বাংলাদেশ ব্যাংকে নতুন অধ্যায়ের সূচনা করল আকিজ রিসোর্স লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে।  

আবেদনটি জমা দেন আকিজ রিসোর্সের চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির।

ডিজিটাল ব্যাংক স্থাপনের এই উদ্যোগের মাধ্যমে আকিজ রিসোর্স বাংলাদেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে চায়। 

ইঞ্জিনিয়ার ফিরোজ কবির বলেন, ‘ডিজিটাল ব্যাংক এমন একটি প্ল্যাটফর্ম হবে, যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি সম্ভাবনা সংযুক্ত হবে প্রযুক্তির মাধ্যমে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আর্থিক সেবা সকলের নাগালে থাকবে—শুধুমাত্র কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়।’

আকিজ রিসোর্স গ্রুপের কর্ণধার শেখ জসিম উদ্দিন বিশ্বাস বলেন, ‘মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক দেশের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আকিজ রিসোর্সের মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠান এই যাত্রার অংশ হয়ে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অন্যদিকে, প্রচলিত ব্যাংকিং আইনে ডিজিটাল ইসলামী ব্যাংক পরিচালনা করা সম্ভব কিনা জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘প্রচলিত আইনেই ডিজিটাল ইসলামী ব্যাংক পরিচালনা করা সম্ভব। এ জন্য নতুন কোনো নীতিমালা বা আইন সংশোধনের প্রয়োজন নেই।’

বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের যুগে প্রবেশের এ উদ্যোগ আকিজ রিসোর্সের জন্য যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, তেমনি দেশের আর্থিক খাতেও এটি হতে পারে এক ঐতিহাসিক পদক্ষেপ।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর