শরিয়াভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৭:২৭
শরিয়াভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাংকগুলোকে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বুধবার (৫ নভেম্বর) সকালে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে জানিয়েছে, এখন থেকে এসব ব্যাংক চলবে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায়।
বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
দীর্ঘদিনের আর্থিক অনিয়ম, ঋণ খেলাপি এবং মালিকানা জটিলতার কারণে ব্যাংকগুলো চরম সংকটে পড়ে। জানা গেছে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটি ব্যাংক এবং নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন একটি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা অনিয়মের মাধ্যমে উত্তোলনের অভিযোগ রয়েছে। এর ফলে ব্যাংকগুলোতে মারাত্মক তারল্যসংকট দেখা দেয় এবং গ্রাহকদের আমানত ফেরত দেওয়া অসম্ভব হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে পুনর্গঠনের উদ্যোগ নেয়। এ প্রক্রিয়ায় ব্যাংকগুলোর সম্পদ ও দায় একত্র করে একটি নতুন ইসলামী ব্যাংকের কাঠামো তৈরি করা হবে।
ডিআর/এএইচএস/এমএইচএস

