নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পর আইএমএফ ঋণ ছাড়বে : অর্থ উপদেষ্টা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:০৪
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি (সংগৃহীত)
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পরই ছাড় হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারিতে আইএমএফের নতুন একটি মিশন বাংলাদেশে এসে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করবে। এরপর নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করেই ঋণ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হবে।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আইএমএফের প্রস্তাবে আমরা নীতিগতভাবে একমত। আমরা জানিয়েছি, এই মুহূর্তে কিস্তি নেওয়ার প্রয়োজন নেই। তারা আগে রিভিউ করুক, তারপর নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হোক।’
তিনি আরও জানান, আইএমএফ রাজস্ব আয় বাড়ানো ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের পরামর্শ দিয়েছে। ‘আমাদের দেশে অনেকে ট্যাক্স দিতে চান না, আবার এনবিআর কিছুদিন বন্ধ থাকায় রাজস্ব আদায় কম হয়েছে,’ বলেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, আইএমএফের ঋণ, সংস্কার শর্ত ও অন্যান্য বিষয় নিয়ে পরবর্তী সরকারের জন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করা হবে। তিনি বলেন, ‘পে কমিশন ও ব্যাংকিং খাতের সংস্কার বিষয়েও আমরা কাজ করছি। সব মিলিয়ে আমরা একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ তৈরি করতে চাই।’
এইচএস/এমএইচএস

