Logo

অর্থনীতি

নভেম্বরের প্রথম সপ্তাহে ৭৫৪ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:০৬

নভেম্বরের প্রথম সপ্তাহে ৭৫৪ মিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা

বাংলাদেশে প্রবাসী আয়ের ধারা ঊর্ধ্বমুখী রয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশে এসেছে ১০.৯০৩ বিলিয়ন (১০ হাজার ৯০৩ মিলিয়ন) মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম আট দিনে (১-৮ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ৭৫৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬২৮ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ১ শতাংশ।

শুধু ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডলারের স্থিতিশীল বিনিময় হার ও প্রণোদনা বজায় থাকায় প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সরকারের প্রবাসী আয় বৃদ্ধির নীতিমালাও এ প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

তবে তারা মনে করেন, অনানুষ্ঠানিক চ্যানেল বা হুন্ডি নিরুৎসাহিত করতে আরও কার্যকর উদ্যোগ নিলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে।

এএইচএস/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর