বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৫
বাংলাদেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে প্রবৃদ্ধির গতি বেড়েছে। অক্টোবর ২০২৫ সালে দেশের পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ২.৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১.৮-এ পৌঁছেছে।
রোববার (৯ নভেম্বর) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে এক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সূচকটি তৈরি করতে যুক্তরাজ্য সরকারের সহায়তা এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেসিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম)-এর কারিগরি সহযোগিতা নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতসহ দেশের সব প্রধান খাতেই সম্প্রসারণের গতি লক্ষ্য করা গেছে। বিশেষভাবে কৃষি ও নির্মাণ খাত পুনরায় সম্প্রসারণের পথে ফিরে এসেছে, যা সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে।
পিএমআই সূচকটি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতি ও স্বাস্থ্য সম্পর্কে সময়োপযোগী তথ্য প্রদান করে। এটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার কাজ করে।
বিশ্লেষকরা মনে করছেন, পিএমআই-তে এ ধরনের ঊর্ধ্বমুখী সূচক দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও বিনিয়োগের পরিবেশকে আরও উৎসাহিত করবে।
এমএইচএস

