Logo

অর্থনীতি

ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৪

ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকার

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে আজ থেকে সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি ভরি প্রতি ৫ হাজার ২৪৮ টাকা মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়।

নতুন দামের তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা
  • ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা
  • ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা
  • সনাতন পদ্ধতিতে তৈরি সোনার ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পার্থক্য হতে পারে বলেও জানায় সংগঠনটি।

এর আগে ১১ নভেম্বরও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ভরি প্রতি ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা।

অপরদিকে, সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে বাজারে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ভরি প্রতি ২ হাজার ৬০১ টাকায়।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর