পেঁয়াজের দাম চড়া, শীতকালীন সবজিতে স্বস্তি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:০৯
ফাইল ছবি
বাজারে পেঁয়াজের দাম এখনো কমেনি। তবে আগাম পাতাসহ নতুন পেঁয়াজ কলি বাজারে আসতে শুরু করেছে। বিক্রেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহ নাগাদ নতুন মুড়িকাটা পেঁয়াজ আসলে বাজারে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, পুরনো পেঁয়াজের কেজি দামে ১১০ থেকে ১২০ টাকা, যা দুই সপ্তাহ আগে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হতো।
তবে নতুন মৌসুমের পেঁয়াজ কলি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। রামপুরা বাজারের একজন বিক্রেতা বলেন, ‘কিছুদিনের মধ্যে মুড়িকাটা পেঁয়াজ আসবে, তখন দাম আরও স্থিতিশীল হবে।’
পেঁয়াজের দাম স্থিতিশীল না হলে সরকার আমদানি অনুমোদনের সিদ্ধান্ত নিতে পারে। এ পর্যন্ত ২ হাজার ৮০০ প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানি করার জন্য আবেদন করেছে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রয়োজনে আমদানির অনুমতি সীমিত পরিসরে দেওয়া হবে, যাতে মৌসুমি পেঁয়াজের বাজারে প্রভাব না পড়ে এবং কৃষক ক্ষতিগ্রস্ত না হন।
বাজারে চলতি বছরের দেশি পেঁয়াজের সরবরাহ সীমিত। মানিকগঞ্জ ও ফরিদপুরের ছোট পেঁয়াজ প্রতি কেজি ১০০–১১০ টাকা, পাবনার ভালো মানের পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ডিসেম্বর মাসে নতুন মৌসুমের পেঁয়াজ আসলে দাম স্থিতিশীল হবে।
এদিকে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে। বাজারে এখন ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০–৫০ টাকায়, শিম ৭০–৮০ টাকায়, মুলা ৪০–৬০ টাকায় এবং শালগম ৬০–৮০ টাকায়। নতুন বেগুনের দাম কমে ৬০–৭০ টাকা হয়েছে।
বাজারে লাউ ৬০–৮০ টাকায়, করলা ৭০–৮০ টাকায় এবং টমেটো ১২০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বৃহস্পতিবার বেচাকেনা স্বাভাবিকের তুলনায় কম হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
অন্যদিকে, ডিম ও মুরগির বাজারেও সামান্য স্বস্তি এসেছে। ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১২০–১৩০ টাকায় নেমেছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকায় এবং সোনালি মুরগি ২৭০–৩০০ টাকায়।
এমএইচএস

