Logo

অর্থনীতি

২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৩৭

২০২৬ সালের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

২০২৬ সালের জন্য ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছেবাংলাদেশ ব্যাংক। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর দেশের তফসিলি ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে।

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন এ তালিকা অনুমোদন করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এই ছুটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তালিকা অনুযায়ী বছরের প্রথম সরকারি ছুটি শবে বরাত উপলক্ষে ৪ ফেব্রুয়ারি। এরপর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবে কদর, ১৯-২৩ মার্চ জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (পার্বত্য জেলা : রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মে দিবস ও বুদ্ধপূর্ণিমা।

ঈদুল আজহা উপলক্ষে ২৬-৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া ২৬ জুন আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০-২১ অক্টোবর দুর্গাপূজা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

নির্দেশনায় বলা হয়েছে, ধর্মীয় বিভিন্ন দিবসের ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর