Logo

অর্থনীতি

১৫ দিনে রেমিট্যান্স এল ১৫২ কোটি ডলারের বেশি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৫

১৫ দিনে রেমিট্যান্স এল ১৫২ কোটি ডলারের বেশি

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ২৭ লাখ ডলার, যা দেশের মুদ্রায় প্রায় ১৮ হাজার ৫৬৫ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ১৫ লাখ ডলার বা প্রায় ১ হাজার ২২১ কোটি টাকা।

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৮৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০০ কোটি ৯ লাখ ডলার এবং বিদেশে ব্যাংকের মাধ্যমে ২৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে বিদায়ী অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার, যা দেশের মুদ্রায় ৩১ হাজার ১৩১ কোটি টাকার বেশি। অক্টোবরের হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, নভেম্বরের প্রথম দুই সপ্তাহে প্রবাসী রেমিট্যান্সের প্রবাহ গত মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়তি।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর