Logo

অর্থনীতি

সিংগাইরে ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:১৬

সিংগাইরে ইসলামী ব্যাংকে অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে সিংগাইর শহীদ রফিক সড়কের দেওয়ান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত শাখায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ব্যাংক কর্মকর্তা সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের লোকজন ধোঁয়া দেখতে পেয়ে ব্যাংক কর্মকর্তাদের জানালে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে সিংগাইর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিংগাইর শাখার ম্যানেজার মো. রমজান আলী জানান, ‘রাতের কোনো এক সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন, ‘দুটি ইউনিট দ্রুত পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত চলছে, তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।’

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর