নিরাপত্তা কারণে যেসব সেবা স্থগিত করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:৩৪
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
বাংলাদেশ ব্যাংকের সব অফিস থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ সংশ্লিষ্ট সব ধরনের সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিসিপিএস–এর (ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মাগুরা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও সংযুক্ত অফিসগুলোতে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ তৎসংশ্লিষ্ট সেবা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। ব্যাংকের নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর এ সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, গ্রাহকের নিরাপদ লেনদেন নিশ্চিতে এ–চালানসংশ্লিষ্ট নির্দিষ্ট সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নির্ধারিত নির্দেশনা মেনে দ্রুততম সময়ের মধ্যেই এসব সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় স্বার্থ বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি প্রচারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।
এমএইচএস

