Logo

অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৯ ডলারে দাঁড়িয়েছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২১:৫৭

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৯ ডলারে দাঁড়িয়েছে

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব করলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। দুটি হিসাবের মধ্যে ব্যবধানের কারণ হলো—বিপিএম–৬ মানদণ্ডে রিজার্ভের মধ্যে স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য প্রতিশ্রুতিবদ্ধ অর্থ বাদ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, দেশের আমদানি ব্যয়, বৈদেশিক লেনদেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাহিদার সঙ্গে মিল রেখে রিজার্ভের এই দুই ধরনের হিসাব রাখা হয়ে থাকে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মানদণ্ড পূরণে বিপিএম–৬ পদ্ধতির তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে। রিজার্ভ পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমদানি ব্যয় ব্যবস্থাপনা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয় ত্বরান্বিত করার পদক্ষেপও অব্যাহত রয়েছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্যাংক রিজার্ভ বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর