Logo

অর্থনীতি

ঋণ খেলাপি

সালমান এফ রহমানসহ বেক্সিমকোর ৭ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:০৩

সালমান এফ রহমানসহ বেক্সিমকোর ৭ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সালমান এফ রহমান

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩৮৬ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ না করায় সালমান এফ রহমানসহ বেক্সিমকো গ্রুপের ৭ পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, বেক্সিমকো গ্রুপের পরিচালকগণ ৩৮৬ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। এই ঋণ যথাসময়ে পরিশোধ না হওয়ায় ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঋণ আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে।

আদালত বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংকের অধিকার এবং ঋণগ্রহীতাদের স্বার্থ রক্ষার জন্য মামলায় যুক্ত সকল পরিচালক দেশত্যাগে নিষিদ্ধ থাকবেন। এতে তারা অনাকাঙ্ক্ষিতভাবে বিদেশে গিয়ে সম্পদ বা ঋণ আড়াল করতে না পারে, তা নিশ্চিত করা হবে।

নিষেধাজ্ঞার আওতায় আসা সাত পরিচালক হলেন:সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের অন্য ছয় পরিচালক (নাম আদালতের আদেশে নির্দিষ্ট)

উল্লেখ্য, বেক্সিমকো গ্রুপ বাংলাদেশে অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী, যার বিভিন্ন খাতের ব্যবসা রয়েছে। এমন একটি বড় ঋণ খেলাপি হওয়ায় ব্যাংক ও ঋণদাতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই আদেশ অনুসারে, সংশ্লিষ্ট পরিচালকদের যেকোনো আন্তর্জাতিক যাত্রা এখন থেকে আদালতের অনুমতি ছাড়া সম্ভব হবে না। এই পদক্ষেপকে ব্যাংকিং সেক্টরে ঋণ খেলাপি রোধের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর