দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন লিটারপ্রতি মূল্য ২ টাকা করে বাড়ছে।
সোমবার (১ ডিসেম্বর) থেকেই এ দাম কার্যকর হবে। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা ও পেট্রোল ১১৮ টাকা থেকে ১২০ টাকা করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) এক সরকারি বার্তায় জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এতে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২৪ টাকা, পেট্রোলের মূল্য ১১৮ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১১৬ টাকা পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। এটি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এমবি

