Logo

অর্থনীতি

সরকারি অফিসে হয়রানি বন্ধে আসছে ‘অ্যাপ’ : আশিক চৌধুরী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩০

সরকারি অফিসে হয়রানি বন্ধে আসছে ‘অ্যাপ’ : আশিক চৌধুরী

ফাইল ছবি (সংগৃহীত)

দেশে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন কার্যক্রমে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, আগামী বছর থেকে সরকারি অফিসে সরাসরি গিয়ে হয়রানির ঝুঁকি কমাতে অনলাইন ‘অ্যাপ’-এর মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

রোববার (৭ ডিসেম্বর) সাতদিনব্যাপী ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি।

আশিক চৌধুরী বলেন, ‘দেশে ব্যবসা শুরু করা এখন জটিল এবং নিবন্ধন প্রক্রিয়া কঠিন। সেবা নিতে গেলে সরকারি অফিসে সরাসরি যাওয়া প্রয়োজন হয়, যা ব্যবসায়ীদের জন্য হয়রানির কারণ হয়ে দাঁড়ায়। এসব সমস্যা কমাতে আগামী বছর থেকে উদ্যোক্তারা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।’

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা, বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগের আহ্বান জানানো হয়। তিনি উল্লেখ করেন, মেলায় অংশ নেওয়া প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত কার্যক্রম চালাবে।

বক্তারা আরও জানান, এসএমই খাতে সুদের হার বর্তমানে ১৫ শতাংশ, যা মূলত উচ্চ মূল্যস্ফীতির কারণে। এনজিও থেকে ঋণ নিলে সুদের হার ২৫ শতাংশে পৌঁছায়, যা পরিচালন ব্যয় বৃদ্ধি করে। তবে এসএমই ক্রেডিট কার্ড কার্যক্রম চালু হলেও তা পরিচালনা করা জটিল।

আলোচকরা আশা প্রকাশ করেন, ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থাকায় চাহিদা বাড়লে অর্থনীতির চাকা সচল হবে। এছাড়া, রপ্তানির জন্য বন্ডেড ওয়্যারহাউস ব্যবহারের প্রক্রিয়া সহনীয় করার দাবি জানানো হয়, যাতে এসএমই খাত আরও সহজে কার্যক্রম পরিচালনা করতে পারে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিডা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর