Logo

অর্থনীতি

উৎক্ষেপণের ৬ বছর পর লাভের মুখ দেখল দেশের প্রথম স্যাটেলাইট

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১

উৎক্ষেপণের ৬ বছর পর লাভের মুখ দেখল দেশের প্রথম স্যাটেলাইট

উৎক্ষেপণের ছয় বছর পর দেশের প্রথম মহাকাশযান বাংলাদেশ স্যাটেলাইট-১ অবশেষে লাভের মুখ দেখেছে। ২০২৪-২৫ অর্থবছরে স্যাটেলাইটটির সক্ষমতার মাত্র অর্ধেক ব্যবহার করেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ৩৮.৩৫ কোটি টাকা নিট মুনাফা করেছে।

কোম্পানির পর্ষদ ১ ডিসেম্বর নিরীক্ষিত হিসাব অনুমোদন করে। এই হিসাবের তথ্যে দেখা গেছে, কয়েক বছরের ধারাবাহিক লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।

বিএসসিএলের আয়ও বেড়েছে ৯.২৪ শতাংশ। সদ্য সমাপ্ত অর্থবছরে আয় দাঁড়িয়েছে ১৮৭.০৭ কোটি টাকা। টেলিভিশন চ্যানেল, রেডিও, ডিটিএইচ অপারেটর, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সংস্থার কাছে ব্যান্ডউইথ বিক্রিই এ আয়ের মূল উৎস। স্যাটেলাইটের ৪০ ট্রান্সপন্ডারের মধ্যে ২৬টি এখন সক্রিয়।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইমাদুর রহমান বলেন, দেশ-বিদেশে অব্যবহৃত সক্ষমতা বিক্রির জন্য নতুন বাণিজ্যিক দল গঠন করা হয়েছে। সেবার মান উন্নয়ন, ব্যয় ব্যবস্থাপনা ও পরিচালন শৃঙ্খলা জোরদার করার ফলেই এই স্থিতি এসেছে।

বর্তমানে স্যাটেলাইটের সক্ষমতার ৫০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। ইমাদুর রহমান জানান, বিশ্বমান অনুযায়ী কোনো স্যাটেলাইটের ব্যবহার ৮০ শতাংশে পৌঁছালে সেটিকে সফল ধরা হয়। বিএসসিএলও সেই লক্ষ্য অর্জনে কাজ করছে।

স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে কাজ করার সুযোগও প্রতিষ্ঠানটির জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। সঠিকভাবে এগোতে পারলে এই অংশীদারিত্ব বিএসসিএলের ব্যবসায়িক অবস্থান আরও শক্তিশালী করতে পারে বলে মনে করেন কর্মকর্তারা।

অর্থবছরে ২.৬১ কোটি টাকা পরিচালন মুনাফা এবং এফডিআর ও ব্যাংক আমানত থেকে বেড়ে যাওয়া ৫৮.০৬ কোটি টাকা অপরিচালন মুনাফা প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর বড় সহায়ক হয়েছে।

সম্প্রচার সেবার পাশাপাশি বিএসসিএল এখন স্যাটেলাইটভিত্তিক ডেটা সংযোগ, নৌ ও বিমান চলাচল, জরুরি যোগাযোগসহ বহুমুখী সেবা দিচ্ছে—যা দীর্ঘমেয়াদে টেকসই আয়ের ভিত্তি গড়ছে।

এ ছাড়া নতুন দক্ষ প্রকৌশলী তৈরি করতে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি কোম্পানির সঙ্গে সহযোগিতা বাড়ানো হয়েছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত বিএসসিএল ২০১৮ সালে স্যাটেলাইট উৎক্ষেপণের পর বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

সরকার ইতোমধ্যে বাংলাদেশ স্যাটেলাইট-২ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করছে, যা কৃষি, আবহাওয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রযুক্তি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর