ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:১৩
ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ।
রোববার (২৮ ডিসেম্বর) ব্যাংকের সদর দপ্তর ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন, শরীয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ অন্যান্য কাউন্সিল সদস্যরা। সভায় ইসলামী ব্যাংকের ব্যবসায়িক কর্মকাণ্ড ও কার্যক্রমের শরিয়াহ সম্মত নীতিমালা ও পর্যালোচনা বিষয়ক আলোচনা করা হয়।
কাউন্সিলের সভা ইসলামী ব্যাংকের সকল কার্যক্রমকে ইসলামী শাসন অনুযায়ী পরিচালনা নিশ্চিত করার উদ্দেশ্যে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।
এমপি/এমএইচএস

