Logo

অর্থনীতি

২৮ দিনে রেমিটেন্স এল ২ হাজার ৯৩৬ মিলিয়ন ডলার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:২০

২৮ দিনে রেমিটেন্স এল ২ হাজার ৯৩৬ মিলিয়ন ডলার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

চলতি বছরের ডিসেম্বর মাসের আটাশ দিনে রেমিটেন্স প্রবাহ ২১.৩ শতাংশ বেড়ে ২,৯৩৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে এ তথ্য জানা গেছে।

গত বছরের একই সময়ে রেমিটেন্স প্রবাহ ছিল ২,৪২১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১৫,৯৭৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৩,৫৫৮ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং বৈদেশিক মুদ্রার সংস্থান আরও শক্তিশালী করবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর