Logo

অর্থনীতি

পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:২৯

পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ছবি : সংগৃহীত

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৪ নম্বর সেক্টরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) স্থায়ী ভেন্যুতে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শেখ বশির উদ্দিন মেলার সর্বাত্মক সাফল্য কামনা করেন। এ মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের ৩০তম আসরে বাংলাদেশ ছাড়াও আরও ছয়টি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

এর আগে ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে জাতীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বছরের প্রথম দিনেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২২ সাল থেকে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারকে মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ বছর পূর্বাচলে পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলা আয়োজনের সব প্রস্তুতিও শেষ হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মেলা ও প্রদর্শনী বিভাগের পরিচালক (উপসচিব) ওয়ারিশ হোসাইন বলেন, মেলার সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। জাতীয় শোক পালনের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করা হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উদ্যোক্তা মেলা ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর