ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:২৫
ডিসেম্বর মাসে দেশব্যাপী ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ ডিসেম্বর ২০২৫ ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালিত হয়। এ বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্য ছিল- ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব।’
প্রতিপাদ্য সামনে রেখে ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন ও জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়।
এনবিআরের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন দেশব্যাপী বিশেষ নিবন্ধন ও জরিপ কার্যক্রম চালিয়েছে। ফলস্বরূপ, এক মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি—১ লাখ ৩১ হাজার প্রতিষ্ঠানকে নতুন করে ভ্যাট নিবন্ধন দেওয়া সম্ভব হয়েছে।
এনবিআরের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন এ ক্যাম্পেইন পরিচালনা করেছে। এর ফলে এক মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১ লাখ ৩১ হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধন দেওয়া সম্ভব হয়েছে।
এনবিআর আরও জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।
এমবি

