ব্যবসায়ীদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে : জ্বালানি উপদেষ্টা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই। আমদানি স্বাভাবিক পর্যায়ে আছে। তবে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, বাজারে তিন স্তরে মনিটরিং করা হচ্ছে। খুব শিগগিরই সিলিন্ডার গ্যাসের দাম স্বাভাবিক পর্যায়ে আসবে।
ফাওজুল কবির বলেন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার বাজারে অভিযানে নেমেছে। তারা বিভিন্নভাবে বাজার অস্থিরতার সাথে যারা দায়ী তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছে।
উপদেষ্টা আরও বলেন, এলপিজি গ্যাস বাহিরে থেকে আমদানি করে বোতলজাত করা হয়। এটা গত বছরের তুলনায় এ বছর বেশি করা হয়েছে। বোতলজাত গ্যাস আমদানির বিষয়ে সরকার দুই পার্সেন্ট দেখে, আর বাকিটা বেসরকারি পর্যায়ে করা হয়।
এমবি

