সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এর মধ্যেই এলপিজি আমদানি ও স্থানীয় উৎপাদনে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানিকৃত এলপিজির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত এলপিজির ওপর ভ্যাট ৭.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের মূল লক্ষ্য ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় করা এবং বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা। প্রস্তাবিত শুল্ক পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে দেশের সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার ব্যয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভোক্তারা।
এমবি

