এবি ব্যাংক ঢাকা অঞ্চলের ‘কৌশলগত পরিকল্পনা’ সভা অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৭:১৯
এবি ব্যাংক পিএলসি.-এর ঢাকা অঞ্চলের জন্য দিনব্যাপী ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক একটি সভা সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এবি ব্যাংক ট্রেনিং একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম। এতে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা অঞ্চলের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম ও পারফরম্যান্স বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ২০২৬ সালে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কৌশল, কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম বলেন, টেকসই প্রবৃদ্ধি, সুশাসন ও গ্রাহকসেবার মান উন্নয়নের মাধ্যমে এবি ব্যাংককে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই এই কৌশলগত পরিকল্পনার মূল লক্ষ্য।
সভায় অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ২০২৬ সালের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএইচএস

