Logo

অর্থনীতি

বিজিবিএ নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭

বিজিবিএ নির্বাচনে ভিশনারী এলায়েন্সের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬–২০২৮-এ ভিশনারী এলায়েন্স নিরঙ্কুশ জয় পেয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬–২০২৮-এ ভিশনারী এলায়েন্স নিরঙ্কুশ জয় পেয়েছে। এ নির্বাচনে সবকটি পদেই তাদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর উত্তরা ক্লাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদি এ নির্বাচনে দুটি প্যানেল থেকে মোট ২৮ জন প্রার্থী ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বিকেএমইএ, বিজিএমইএ, বিজিএপিএমইএ, বাফা ও এওএবিসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত ২৫ সদস্যের একটি পর্যবেক্ষক টিম নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণ করে।

রাত ৭টা ১৫ মিনিটে প্রাথমিক ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম। এতে সবগুলো পদে ভিশনারী এলায়েন্স জয় পেয়েছে।

প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের আবদুল হামিদ পিন্টু ৪০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড ফোরামের মফিজউল্লাহ পেয়েছেন ৮৪ ভোট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ভিশনারী এলায়েন্সের মোহাম্মদ জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভিশনারী এলায়েন্সের এ কে এম সাইফুর রহমান। তিনি পেয়েছেন ৪৭০ ভোট।

ভাইস প্রেসিডেন্ট পদে আরও নির্বাচিত হয়েছেন- রোমান মিয়া (৪৫৩ ভোট), এমদাদুল হক মিয়াজী (৪৪১ ভোট), ফজলুল হক (৪৬৪ ভোট), ইনামুল কবির (৪৪২ ভোট), আশিকুর রহমান (৪৩৪ ভোট) ও আব্দুল্লাহ-আল-মামুন (৪৫৪ ভোট)। তারা সবাই ভিশনারী এলায়েন্সের প্রার্থী ছিলেন।

ডিরেক্টর পদে কামরুল হাসান, মোকাদ্দেশ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসাইন, এনায়েত হোসেন, রেজাওয়ানুল হক সিরাজী, আবুল হাসনাত মোহাম্মদ সালেহ উজ জামান, আহম কামরুজ্জামান চৌধুরী, ইসরাত জাহান, শাহীনুল ইসলাম, মাহবুবুর রহমান ও শাহাদাত খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তারা সবাই ভিশনারী এলায়েন্সের প্রার্থী ছিলেন।

/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পোশাক খাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর